কোয়ার্টার ফাইনাল থেকে রোমান-দিয়াদের বিদায়
তুরস্কের কনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমসের আর্চারি ডিসিপ্লিনের কোয়ার্টার ফাইনাল পেরুতে পারলেন না বাংলাদেশের আর্চাররা। হতাশা জাগিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন রোমান সানা- দিয়া সিদ্দিকীরা।
তুরস্কের কনিয়াতে আর্চারি ডিসিপ্লিনের রিকার্ভ পুরুষ এককে রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলামের কেউই পদক জয়ের লড়াইয়ে টিকে থাকতে পারেননি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উজবেকিস্তানের ওজোদবেক উনগালোভের কাছে পাত্তাই পাননি রোমান সানা। ওজোদবেকের কাছে ৬-০ (২৯-২৭, ২৭-২৬, ২৯-২৫) ব্যবধানে ইভেন্ট থেকে বিদায় নিলেন দেশের এই তারকা আর্চার।
তুরস্কের একে সামেতের কাছে ৬-০ ব্যবধানে হেরে বিদায় নেন আরেক প্রতিযোগী রুবেল। অন্যদিকে গাজোজ মেতের কাছে ৭-১ ব্যবধানে হেরে বিদায় নেন সাগর।
মেয়েদের রিকার্ভ এককের পারফরম্যান্সও জ্বলে উঠতে পারেননি দিয়া। কোয়ার্টার-ফাইনালে তুরস্কের ইয়াসমিন ইচেমের কাছে ৭-৩ ব্যবধানে হেরে যান তিনি।
নাসরিন আক্তার বিদায় নেন ৭-১ ব্যবধানে হেরে। বাংলাদেশের আরেক প্রতিযোগী বিউটি রায়ের বিদায় হয় শেষ ষোলোতেই ৬-৪ সেট পয়েন্টের হারে।