বিয়ে করলেন দেশসেরা দুই আর্চার রোমান-দিয়া
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/07/06/wedding_1.jpg)
আর্চারিতে জুটি গড়ে একসঙ্গে তীর ধনুক ছুঁড়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ভালো লাগা থেকে ভালোবাসা, অতঃপর পরিণয়। জয় হলো ভালোবাসার। এবার তারা জুটি গড়লেন জীবনের নতুন ইনিংসে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের দুই তারকা আর্চার।
বুধবার (৫ জুলাই) বুধবার দুপুরে নীলফামারী জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়েছে। দিয়ার বাড়ি নীলফামারী শহরে উকিলের মোড় পাইকার পাড়ায়। আর বর রোমানের বাড়ি খুলনায়।
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দিয়া সিদ্দিকী বলেন, ‘আমরা সকলেই জানি বিয়ে মানে আনন্দের বিষয়। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও নিজের পরিবারের সকলকে এক সঙ্গে পেয়ে অনেক আনন্দিত। সকলে আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারি।’
রোমান আনসারে ল্যান্স নায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছরই যোগ দিয়েছেন আনসারে। দিয়ার বাবা নূর আলম সিদ্দিকী একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন। তিনি নীলফামারী জেলা প্রতিনিধি। দিয়া খেলার মতো পড়াশোনাতেও সফল। এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন।
রোমানের বাবা মো. আব্দুল গফুর সানা বলেছেন, ‘ওদের বিয়ে হয়ে গেলো। আনুষ্ঠানিকতা শেষে আমরা খুলনা যাব। ৮ জুলাই আমাদের বাড়িতে বৌভাত হবে।’ উভয় পরিবারের স্বজন ছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, ট্রেজারার আনিসুর রহমান দিপু ছাড়াও অন্যান্যরা।