ক্রিকেটার সত্তা ছাপিয়ে উঠেছে মুশফিকের যে ছবি
ক্রিকেটার মুশফিকুর রহিমের সত্তা ছাপিয়ে উঠেছে বাবা মুশফিকের ছবি। তাঁর জীবনের অনেকটা জুড়েই ছেলে সরোজ রহিম মায়ান। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরির পর তার উদযাপন এখন আলোচনার বিষয়। এই শান্তির বাতাবরণের মধ্যেও আছে আসন্ন পাকিস্তান সিরিজে তার যাওয়া না-যাওয়া নিয়ে তুমুল আলোচনা। মুশফিক বলেছেন, তিনি পাকিস্তানে যাচ্ছেন না।
রাজধানীর বনানীতে মুশফিক যে ফ্ল্যাটে থাকেন, সেখানে ক্রিকেটার সত্তা অনুপস্থিত। সেখানে ছেলে সরোজ রহিম মায়ান, বাবা মুশফিক আর সঙ্গে আছেন স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি।
দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের ঘরের মধ্যে প্রতিদিনের গল্পটা অন্যরকম থাকে, সেখানে মায়ানের পছন্দ ডাইনোসর। বাবার তৃতীয় দ্বিশতক উদযাপনের সময় সে ছিল ঘুমিয়ে। পরদিন পত্রিকায় ওই ছবি দেখে তার খুশি দেখে কে! তাই ছোট মায়ানের বড়-ছোট ডাইনোসর খুলে দেখানো।
পরিবার মুশফিকের কাছে সবকিছু। ক্রিকেটে ব্যস্ত থাকায় পুরো সময়টা সাধারণের মতো কাটানো হয় না তাঁর। যে জন্য মায়ানের জন্মের সময় স্ত্রী জান্নাতুলের পাশে থাকতে পারেননি তিনি। ছিলেন দেশেরই বাইরে। ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪, ক্রিকেট নিয়ে তাঁর নিবেদনের কথাটা বারবার মনে করিয়ে দেয়। কিন্তু সম্প্রতি কিছু ঘটনায় তাঁর পাকিস্তানে না যাওয়ার বিষয়টি উপস্থাপিত হয়েছে ভিন্নভাবে, যা মন ভেঙে দেয় ক্রিকেটার মুশফিকের।
এ ব্যাপারে মুশফিক বলেন, ‘পাকিস্তানে যাওয়া বা না যাওয়া নিয়ে আমরা অবস্থানটা পরিষ্কার করে দিয়েছি। বিসিবি তা মেনে নিয়েছে। পিএসএলেও আমার একটা প্রস্তাব ছিল। আমি যেখানে নাম দিইনি। ভবিষ্যতে আমার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। যারা যাবে, তাদের প্রতি আমার শুভকামনা থাকবে।’