ক্রিকেট ভালোবাসে তালেবান, জানাল আফগান বোর্ড
আফগানিস্তান এখন তালেবানের দখলে। দেশটির পুরো নিয়ন্ত্রণ তালেবান বাহিনীর হাতে চলে যাওয়ার পর রশিদ খান ও মোহাম্মদ নবিরা শঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্মা প্রকাশ করেছিলেন। তাই আফগান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে। আশার কথা, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি আশ্বস্ত করলেন, চিন্তার কোনো কারণ নেই। তাঁর মতে, তালেবান ক্রিকেট ভালবাসে।
ভারতীয় সংবাদ সংস্থাকে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হামিদ সিনওয়ারি বলেন, ‘তালেবান ক্রিকেট ভালোবাসে। প্রথম থেকেই ওরা আমাদের পাশে থেকেছে। আমাদের কাজে তালেবান কখনোই হস্তক্ষেপ করেনি। আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ছিল আফগানিস্তানের দখলে। সেই সময়কার কথা মনে করিয়ে দিয়ে হামিদ বলেন, ‘সেই সময় আমাদের ক্রিকেটাররা পেশোয়ারে অনুশীলন করতেন। আমাদের ক্রিকেটে উন্নতি শুরু হয় তখন থেকেই। আমরা বুধবার থেকেই দপ্তরে গিয়ে কাজ শুরু করব। পরে পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু হবে।’
কাবুলে থাকা ক্রিকেটাররা সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের পাঁচ ক্রিকেটার বিদেশে খেলছেন। এছাড়া সবাই কাবুলে আছেন। তাঁরা ভালো আছেন।’
এদিকে দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান টুইট করে শান্তির আহ্বান জানান। তিনি টুইটে লিখেছেন, ‘শান্তি’। আফগানিস্তানের পতাকার সঙ্গে প্রার্থনার ইমোজিও ব্যবহার করেছেন তিনি।