খেলার মধ্যেই সতীর্থকে মারতে উদ্যত মুশফিক!
ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মেজাজ হারিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। খেলার মধ্যেই সতীর্থ নাসুম আহমেদকে মারতে গেলেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। একবার নয়, পরপর দুবার নাসুমের দিকে তেড়ে গেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
আজ সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের ইনিংসে এমন ঘটনা ঘটে। ঢাকার দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়ে ফিরছিলেন বরিশালের ব্যাটসম্যানরা। স্রোতের বিপরীতে ছিলেন কেবল আফিফ হোসেন। উইকেটে থিতু হয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন তিনি। আফিফের ব্যাটে ম্যাচের ভাগ্য নিয়ে উত্তেজনা তৈরি হয়। এর মধ্যেই ঘটে আপত্তিকর ঘটনা।
প্রথমে ১৩তম ওভারে নাসুমের বলে ছক্কা হাঁকান আফিফ। পরের বল মিড উইকেটে মেরে এক রান নিতে ছুটেন আফিফ। ওই সময় রান আটকাতে একসঙ্গে দৌড়ান বোলার নাসুম ও উইকেটকিপার মুশফিক। দুজন একসঙ্গে মুখোমুখি হয়ে যাওয়ায় রানআউট করা যায়নি। তখন মেজাজ হারিয়ে নাসুমের দিকেই বল ছুড়তে উদ্যত হন মুশফিক।
১৭তম ওভারে আরেকবার মেজাজ হারান মুশফিক। শফিকুলের করা অফ স্টাম্পের বাইরের বল উইকেটের কিছুটা পেছনে তালুনন্দি করেন মুশফিক। ওই ক্যাচ ধরতে শর্ট ফাইন লেগ থেকে নাসুমও ছোটেন। দুজনের প্রায় ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয়। সেই মুহূর্তে ক্যাচ ধরতে পেরলেও মেজাজ হারান অধিনায়ক। ক্যাচ নেওয়ার পর নাসুমকে মারতে উদ্যত হোন মুশফিক। পরে অবশ্য নিজেকে সামলে খেলা চালিয়ে যান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
রোমাঞ্চ তৈরি হওয়া ম্যাচটিতে অবশ্য শেষ হাসি হাসে বেক্সিমকো ঢাকা। ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে ওঠে মুশফিকুর রহিমের দল। হারের স্বাদ নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তামিম ইকবালের বরিশাল। জয়ের ম্যাচে ব্যাট হাতে ৫৪ রান করে ম্যাচসেরা হন ইয়াসির আলী রাব্বি।