ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের
ডানেডিনে প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দল। আর এই ম্যাচে সাফল্যে আশাবাদী তামিম-মুশফিকরা।
বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল আশাবাদী, পরের ম্যাচে ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াবে। সেই সামর্থ্য দলের খেলোয়াড়দের আছে বলেও মনে করেন তিনি।
এ ব্যাপারে তামিম ইকবাল বলেন, ‘আমরা কোয়ারেন্টিনে প্রচুর অনুশীলন করেছি, ডানেডিনে আসার আগে আমরা কুইন্স টাউনেও অনুশীলন করেছি। তাই প্রস্তুতি নিয়ে কোনো অজুহাত থাকা উচিত নয়। তবে পরের ম্যাচে ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফল্য পাওয়া সম্ভব।’
আগের ম্যাচে বাংলাদেশ মাত্র ১৩১ রানে অলআউট হয়, যা ২০০৭ সালের পর কিউইদের বিপক্ষে টাইগারদের সর্বনিম্ন স্কোর। তাই হেরেছেও বড় ব্যবধানে।
প্রথম ওয়ানডের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলে বাংলাদেশের হারের সংখ্যাটা ২৭-এ দাঁড়াল (১৪টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি)।
প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে দ্বিতীয় ওয়ানডেতে নামবে তারা। সিরিজে ভালো করতে হলে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়ার আহ্বান অধিনায়ক তামিম ইকবালের, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোনো সন্দেহ নেই তারা (নিউজিল্যান্ড) খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্বিত, কিন্তু এ ম্যাচে সেটা যথেষ্ট ছিল না। আমরা এখানে বেশ কয়েকদিন ছিলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারি না।’
আগামী ২৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।