চীনের আধিপত্য চলছেই
গত বৃহস্পতিবার জাপানকে টপকে শীর্ষে উঠেছিল চীন। সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে তারা ভালোভাবেই। শনিবার টোকিও অলিম্পিক গেমসের নবম দিন শেষেও পদক তালিকায় শীর্ষে আছে চীন।
এদিন দুটিসহ মোট ২১টি স্বর্ণ জিতে সবার ওপরে রয়েছে তারা। তারা ১৩টি রুপা ও ১২টি ব্রোঞ্জসহ মোট ৪৬টি পদক জিতে শীর্ষে উঠে যায়।
আজ জাপান জিতেছে একটি স্বর্ণ। তারা ১৭টি স্বর্ণ, ৫টি রুপা ও ৮টি বোঞ্জসহ মোট ৩০টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে।
১৬টি স্বর্ণ, ১৭টি রুপা ও ১৩টি বোঞ্জ জিতে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মোট পদক ৪৬টি।
১১টি স্বর্ণ, ১৫টি রুপা ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৩৭টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হওয়ায় তাদের অ্যাথলেটরা এবার রাশিয়ান অলিম্পিক কমিটি বা রোক নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
আজ নতুন করে সাতটি দেশ স্বর্ণ জিতেছে। টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত স্বর্ণ জেতা দেশ ৪৯টি। শুধু রুপা জেতা দেশের সংখ্যা ১৫টি। আর শুধু ব্রোঞ্জ পদক জিতেছে ১২টি দেশ। মোট ৭৬টি দেশ এখন পর্যন্ত পদক জিতেছে।