টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে দারুণ সময় পার করছে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে সাকিব-মাহমুদউল্লাহরা। বাংলাদেশের সামনে এবার হোয়াইটওয়াশ করার মিশন। সেই মিশনে চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।
বাংলাদেশ সফরে দুঃস্বপ্নের সময় কাটছে অস্ট্রেলিয়ার। নিয়মিত তারকাদের ছাড়া বাংলাদেশের বোলিং সামলাতে ধুঁকছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে হারে অসিরা। এরপর গতকাল শুক্রবার জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। মুস্তাফিজ-শরিফুলদের দুর্দান্ত বোলিংয়ে ১০ রানে হারে অস্ট্রেলিয়া। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।
সিরিজ জয়ের পর এবার পরের দুটি ম্যাচ জিততেও মুখিয়ে আছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা এখন ৩-০তে আছি (এগিয়ে), সিরিজ জিতেছি। তবে শনিবার বাংলাদেশের হয়ে আরেকটি ম্যাচ জেতার বড় সুযোগ।’
তবে সিরিজ জিতলেও ব্যাটিং নিয়ে ভুগছে বাংলাদেশও। তাই ব্যাটিংয়ে জোর দেওয়ার তাগিদ দিলেন অধিনায়ক, ‘ব্যাটসম্যানদের অবশ্যই আরও ভালো করা উচিত। ব্যাটিংয়ে আমাদের আরেকটু দায়িত্ব নিতে হবে। আমার মনে হয়, সেই সামর্থ্য আমাদের আছে। আমি বিশ্বাস করি, বাকি দুই ম্যাচে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো করবে।’
মাহমুদউল্লাহ চান বোলারদের আরো বড় সংগ্রহ এনে দিতে। অধিনায়ক বলেন, ‘(উইকেটের) কন্ডিশনে মানিয়ে নিয়ে আমরা যদি ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারি, আরও ১০-১২টি রান, একটি-দুটি চার, কয়েকটি ডাবলস বা সিঙ্গেলস নিয়ে যদি আদায় করতে পারি, তাহলে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুশি হব, আমাদের বোলারদেরও বেশি বিশ্বাস জোগাবে।’
অন্যদিকে টানা পরাজয়ের পরও শেষ দুইম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে মরিয়া অসিরা। গতকাল হ্যাটট্রিক করা নাথান এলিস বলেন, ‘আমি কখনও উপমহাদেশের উইকেটে খেলিনি, আমাদের দলটা তরুণ। ফলে, এই সিরিজটা সবার জন্যই শেখার সুযোগ। কার জন্য কোন পদ্ধতি কাজে আসে সেটা বাজিয়ে দেখার সুযোগ। তৃতীয় ম্যাচে জয়ের খুব কাছে গিয়েছিলাম আমরা। তবে শেষ পর্যন্ত ফলটা আমাদের পক্ষে যায়নি। দুটো ম্যাচ আছে, আশা করি (সিরিজের ফল) ৩-২ করতে পারব।’
এবার লক্ষ্যটা পূরণ করতে পারে কি না অস্ট্রেলিয়া সেটাই দেখার। অন্যদিকে বাংলাদেশও মুখিয়ে আছে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।