টেনিসে অঘটন, তৃতীয় রাউন্ডেই বিদায় ওসাকার
নিজ দেশে হওয়া টোকিও অলিম্পিক নিয়ে কত স্বপ্ন দেখেছেন নাওমি ওসাকা। স্বর্ণ জয়ে চোখ রেখে সেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু পারলেন না দেশের হয়ে স্বপ্ন পূরণ করতে। অলিম্পিকের তৃতীয় রাউন্ড থেকেই অবিশ্বাস্যভাবে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা ওসাকা।
এবারের অলিম্পিকে টেনিস ইভেন্টে একের পর এক অঘটন ঘটছে। টেনিসের প্রথম দিনই অঘটনের শিকার হন টেনিস তারকা অ্যাশলে বার্টি। নাম সরিয়ে নিয়েছেন পুরুষ এককে গত দুবারের চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। এবার ছিটকে গেলেন আরেক তারকা ওসাকাও।
আজ মঙ্গলবার আরিয়াকে টেনিস সেন্টার কোর্টে চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরেছেন বিশ্বের দুই নম্বর তারকা জাপানের নাওমি ওসাকা।
এদিন শুরু থেকেই বেশ সাদামাটা ছিলেন ওসাকা। প্রথম সেটে মাত্র ২৪ মিনিটেই হেরে যান তিনি। দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করার আভাস দিয়েও পারেননি শেষ পর্যন্ত টিতে থাকতে। হেরে যান চেক রিপাবলিকের প্রতিনিধির কাছে।
অথচ এই ইভেন্টের স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে দারুণ শুরু করেছিলেন ওসাকা। প্রথম রাউন্ডে চীনের প্রতিপক্ষকে ৬-১, ৬-৪ গেমে হারান তিনি। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে হারান ৬-৩, ৬-২ গেমে। কিন্তু তৃতীয় রাউন্ডে এসেই থেমে গেল ওসাকার স্বপ্নযাত্রা।
এই হারের পেছনে প্রথমবার অলিম্পিক খেলতে আসার মানসিক চাপকেই দেখছেন ওসাকা। তাঁর কথায়, ‘আমি প্রচণ্ড চাপ অনুভব করছিলাম। আমার মনে হয়, হয়তো আগে কখনও অলিম্পিক খেলিনি বলে এটা হয়েছে। প্রথমবার হিসেবে এটা (চাপ) একটু বেশিই হয়ে গিয়েছিল।’