টেস্টে আমাদের আরও উন্নতি করতে হবে : দেশে ফিরে মুমিনুল
বাংলাদেশের ব্যর্থতার কারণে চার দিনেই শেষ পোর্ট এলিজাবেথ টেস্টের লড়াই। দুই টেস্টেই হারের ক্ষত নিয়ে আজ বুধবার থেকে দেশে ফেরা শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। মোট তিন ধাপে দেশে ফিরবেন ক্রিকেটারেরা।
এর মধ্যে প্রথম ধাপে আজ ঢাকায় পা রেখেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল। দেশে ফিরে অধিনায়ক বললেন, ‘টেস্ট ক্রিকেটে আমাদের আরও উন্নতি করতে হবে।’
পোর্ট এলিজাবেথ টেস্টে ৩৩২ রানে হেরেছে বাংলাদেশ। এর আগে ডারবান টেস্টে হেরেছে ২২০ রানে। দুই টেস্টেই বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং লাইনআপ। ফলে ব্যর্থতার ভোজা নিয়ে ফিরতে হচ্ছে ক্রিকেটারদের।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুমিনুল হক বলেন, ‘আমাদের ওয়ানডে সিরিজ তো প্রত্যাশা অনুযায়ী ছিল। টেস্টে উন্নতির কথা যদি বলেন, আগামী দুই বছর বা সারা জীবনই খেলি উন্নতির শেষ নেই। টেস্ট ক্রিকেট ওয়ানডের মতো নয়। পাঁচ দিনের খেলায় সব বিভাগেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা। আমি সবসময় বলি টেস্ট ক্রিকেটে আমাদের আরো উন্নতি করতে হবে।‘
অধিনায়ক আরও বলেছেন, ‘এরকমটা কিন্তু অনেক বারই হয়েছে। বাংলাদেশেও কিন্তু হয়েছে। আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল। অনেকেই মনে করছেন, একটা টেস্ট জিতে আমরা হয়তো বিশ্বের এক বা দুই নম্বর দল হয়ে গেছি। ওয়ানডেতে তো আমরা অনেক স্থিতিশীল টিম, টেস্টে না। সেটাও আমাদের বুঝতে হবে। নড়বড়ের কিছুই হয়নি। এমন তো নয় যে, এমন পরিস্থিতিতে আমরা প্রথম পড়েছি। আমরা আগেও এ ধরনের পরিস্থিতিতে পড়েছি, বেরিয়েও এসেছি। আমরা জানি, এখান থেকে কীভাবে বের হতে হবে। আমি যদি এখন থেকে নেগেটিভ চিন্তা করি, তাহলে নিজের কাছে মনে হবে ভীতু। আমি নিশ্চয়ই ভীতু নই। আমি যেমন ছিলাম, তেমনই আছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে ভুলটা করেছি, এ ভুলটা যেন সামনের সিরিজে না করি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’