টোকিও অলিম্পিকে প্রথম জয় পেল আর্জেন্টিনা
টোকিও অলিম্পিকে নিজেদের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে দ্বিতীয়টিতে কোনো ভুল নয়। আজ রোববার দ্বিতীয় ম্যাচে মিশরের বিপক্ষে অলিম্পিকে প্রথম জয় তুলে নিল আর্জেন্টিনা।
টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ম্যাচে আজ মিশরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।
সাপ্পোরো দোমে স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে জয়সূচক গোলটি করেন ফাকুন্দো মেদিনা। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান গড়া গোলটি করেন তিনি। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।
এরপর বাকি সময় রক্ষণ ধরে খেলে। ফলে শেষ পর্যন্ত ব্যবধান বাড়েনি। স্বস্তির জয় নিয়েই মাঠে ছাড়ে দুইবারের চ্যাম্পিয়নরা।
এর আগে সবশেষ ২০০৮ সালে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে মিশর লড়বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
আর্জেন্টিনার শুরুর একাদশ: জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।
মিশরের শুরুর একাদশ: এল শেনাওয়ে, আহমেদ এল ফতুহ, হামদি এম, হেগাযি, গালাল ও, এল ইরাকি, হামদি এ, তৌফিক, সোভি, ইয়াসির রাইয়ান ও সালাহ মোহসেন।