অলিম্পিক গেমস
ড্রাগ টেস্টে ধরা পড়ে ছিটকে গেলেন নাইজেরিয়ান স্প্রিন্টার
ড্রাগ টেস্টে ধরা পড়ে টোকিও অলিম্পিক গেমস থেকে বাদ পড়লেন নাইজেরিয়ান স্প্রিন্টার ব্লেসিং ওকাগবারে। চলমান গেমস থেকে এই প্রথম ড্রাগ টেস্টে ধরা পড়ে কোনো অ্যাথলেট বাদ পড়েছেন। আয়োজকরা এরই মধ্যে খবরটি জানিয়েছে।
রয়টার্সের খবরে জানা গেছে, হিট পেরিয়ে ১০০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে উঠেছিলেন ওকাগবারে। কিন্তু নিষিদ্ধ হরমোন নেওয়ার কারণে গেমস থেকে বাদ পড়েন তিনি। ১১.০৫ সেকেন্ড সময় নিয়ে সেমি-ফাইনালে উঠেছিলেন তিনি।
ওকাগবারে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে লং জাম্পে রুপা জিতেছিলেন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে ও লং জাম্পে স্বর্ণ জিতেছিলেন। চলমান গেমসে মেয়েদের ২০০ মিটার স্প্রিন্ট ও ১০০ মিটার রিলেতেও অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
অবশ্য গত ১৯ জুলাই করা পরীক্ষায় পজিটিভ এসেছিল ওকাগবারের। তবে নিষেধাজ্ঞার বিষয়টি আজ জানানো হয় তাঁকে।