ঢাকার বোলারদের সামনে ধরাশায়ী তামিমের বরিশাল
টানা তিন ম্যাচে পরাজয়ের পর ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের মেলে ধরেছেন বেক্সিমকো ঢাকার বোলাররা। বল হাতে একাই চার উইকেট নিয়েছেন রবিউল ইসলাম রবি। ঢাকার বোলারদের দুর্দান্ত দিনে আগে ব্যাট করতে নেমে অল্পতেই আটকে গেল তামিম ইকবালের বরিশাল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের নবম ম্যাচে আজ বুধবার আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র ১০৮ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। জয়ের জন্য ১০৯ রান দরকার মুশফিকুর রহিমের ঢাকার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসানকে নিয়ে শুরুটা মোটামুটি ভালো করেন তামিম। কিন্তু শুরুর ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। ইনিংসের পঞ্চম ওভারে সাইফকে বিদায় দিয়ে বরিশালের ওপেনিং জুটি ভাঙেন রবিউল ইসলাম। একই ওভারে পারভেজ হোসেন ইমনকেও নিজের শিকার বানান রবিউল। এরপর সপ্তম ওভারে আবারও বোলিংয়ে এসে ফিরিয়ে দেন আফিফ হোসেনকে।
দ্রুত উইকেট হারানোর চাপ ধরে রাখতে পারেননি তামিমও। ১১.২ ওভারে সেই রবিউলের বলেই কাটা পড়েন অধিনায়ক। ফেরার আগে ৩১ বলে ৩১ রান করেন তিনি। অবশ্য এই রান করার মধ্যে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দেশের অন্যতম ওপেনার। আজ নিজের ২১২তম টি-টোয়েন্টি ইনিংস খেলতে নেমে ছয় হাজারের ক্লাবে পা রাখেন তিনি।
তামিম ফেরার পর বেশিদূর যায়নি বরিশালের ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০৮ রানে থামে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১০৮/৮ (তামিম ৩১, সাইফ ৯, পারভেজ ০, আফিফ ০, তৌহিদ ৩৩, শুক্কুর ৩, মিরাজ ১২, তাসকিন ৬, তানভীর ৩, রাব্বি ১; শফিকুল ৩-২-১০-২, রুবেল ৪-০-৩০-১, নাসুম ৪-০-২৪-০, রবিউল ৪-০-২০-৪, মুক্তার ১-০-৯-০)।