দারুণ কীর্তির জন্য কোহলিকে অভিনন্দন মুশফিকের
মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। তিনি বিশ্বের ৭১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন।
এমন মাইলফল স্পর্শ করায় কোহলিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তা পোস্ট করেছেন মুশফিক। সেখানে একটি ছবিও দিয়েছেন তিনি। ভারত-বাংলাদেশের কোনো এক টেস্টে কোহলি ব্যাট করছেন, পেছনে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মুশফিক।
ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘১০০তম টেস্ট খেলা বিরাট কোহলিকে অভিনন্দন। এটি নিশ্চিতভাবেই একটি বিশেষ অনুভূতি হবে। কারণ কাজটি মোটেও সহজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের জন্য শুভ কামনা।’
কোহলির আগের ৯৯ টেস্টের মধ্যে চারটিতে প্রতিপক্ষ হিসেবে খেলেছেন মুশফিক। সেই চার ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৯২ রান করেন কোহলি। সেই টেস্টে মুশফিকের ব্যাটও কথা বলেছে। এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৩৩৩ রান করেন মুশি। তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০ বার প্রতিপক্ষ ছিলেন মুশফিক ও কোহলি।