প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য উচ্চতায় মুশফিক
ক্রিকেটের মক্কা-খ্যাত লর্ডসে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হন মুশফিকুর রহিম। এরপর কেটেছে প্রায় দুই দশক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনোই আহামরি দল নয়। এখনও হিমশিম খাচ্ছে নিজেদের প্রতিষ্ঠিত করতে। সেখানে মুশফিক ব্যতিক্রম। বাংলাদেশ দলের সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আরও আগেই। সাদা পোশাকে সর্বোচ্চ রান তার। এবার স্পর্শ করলেন আরেকটি মাইলফলক।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ছয় হাজার রানের চূড়ায় পৌঁছালেন মুশফিক। মি. ডিপেন্ডেবল মুশফিক আজ মঙ্গলবার (২২ অক্টোবর) এই অর্জনের স্বাদ পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক অপরাজিত আছেন ৩১ রান। ইনিংসটি খেলার পথে ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৯৩টি টেস্ট ম্যাচে মাঠে নামেন মুশফিক। ৯৩ ম্যাচের ১৭২ ইনিংসে তার সংগ্রহ ছয় হাজার তিন রান। ৩৮.৪৮ গড়ে এই রান তোলার পথে তিনি সেঞ্চুরি করেন ১১টি, হাফসেঞ্চুরি ২৭টি। বাংলাদেশের প্রথম ডবল সেঞ্চুরিয়ানের মোট ডবল তিনটি, এটিও দেশের জার্সিতে সবচেয়ে বেশি।
ছয় হাজার রান করার পথে দেশের মাটিতে মুশফিক টেস্ট খেলেছেন ৫৪টি। রান করেছেন তিন হাজার ৫২৮, গড় ৩৯.৬৪। দেশের বাইরে ৩৯ ম্যাচে ৩৬.৯৪ গড়ে তিনি করেছেন দুই হাজার ৪৭৫ রান। এমন অর্জনে মুশফিককে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।