দুই কোচ রাখার ভাবনা অস্ট্রেলিয়ার
দুটি আলাদা ফরম্যাটে দুজন কোচ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির বোর্ড প্রধান নিক হকলি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভাবছে তারা।
বর্তমান কোচ জাস্টিন ল্যাঙ্গারের মেয়াদ সামনের বছরের শেষ পর্যন্ত। কিছুদিন আগেই তাঁর কোচিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যদিও ল্যাঙ্গারের কোচিং নিয়ে নাকি অনেকেই সন্তুষ্ট নন। সীমিত ওভারের কোচিং করানোর দৌড়ে এগিয়ে মাইকেল ডি ভেনুটো এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রকে হকলি বলেন, ‘এ ব্যাপারে আমরা ভাবছি করছি। মৌসুমের শেষ দিকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
তবে ল্যাঙ্গার যে চুক্তির পুরো মেয়াদ পর্যন্ত কোচ থাকবেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি, ‘ল্যাঙ্গারের চুক্তি নিয়ে সংশয় নেই। সামনের বছর পর্যন্ত ওর চুক্তি রয়েছে। অ্যাশেজ হয়ে গেলে আমরা আলোচনায় বসব এবং ঠিক করব এরপর কোন পথে আমাদের এগোতে হবে।’