দৌড়ে হতাশ করলেন বাংলাদেশের জহির রায়হান
টোকিও অলিম্পিকে বাংলাদেশের শেষ প্রতিনিধি হিসেবে আজ রোববার ৪০০ মিটার দৌড়ে অংশ নিয়েছেন বাংলাদেশের অ্যাথলেট জহির রায়হান। কিন্তু হতাশ করলেন বাংলাদেশের এই দৌড়বিদ। ৪০০ মিটার দৌড়ে নিজের হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।
আজ টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে বাছাইয়ের ৩ নম্বর হিটে ৩ নম্বর লেনে দৌড়ান জহির রায়হান। রায়হান সময় নেন ৪৮ দশমিক ২৯ সেকেন্ড। যেটা তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারসেরা টাইমিংয়ের চেয়েও বেশি।
এর আগে রায়হান ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েন। ওয়ার্ল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নিজের ইভেন্টে অংশ নিয়ে হিটে উত্তীর্ণ হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।
এ ছাড়া ২০১৯ সালে ভারতে অন্ধ্র প্রদেশে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০০ মিটারে ৪৭ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে সেরা হন জহির। আন্তর্জাতিক পর্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এটাই তাঁর সেরা টাইমিং। অলিম্পিকে হিটে সব মিলিয়ে ৪৭ প্রতিযোগীর মধ্যে জহির ৪৪তম হয়েছেন রায়হান।
জহিরের ইভেন্ট দিয়ে শেষ হলো টোকিও অলিম্পিকসে বাংলাদেশের পথচলা। অলিম্পিকের প্রথমে বাদ পড়েন শুটার আব্দুল্লাহ হেল বাকি। এরপর দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দকী ছিটকে যান। সবশেষ দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ ৫০ মিটার ফ্রিস্টাইল থেকে বিদায় নেন। নিজেদের হিটে তৃতীয় হয়ে বিদায় নেন আরিফুল। অন্যদিকে ক্যারিয়ারসেরা টাইমিং করেও পঞ্চম হয়ে বিদায় নেন জুনায়না।