দ্বৈত টেনিস থেকে অ্যান্ডি মারের বিদায়
টেনিসে পুরুষ এককে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক করার স্বপ্ন নিয়ে টোকিও অলিম্পিকে নাম লিখিয়েছিলেন গেল দুইবারের চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের তারকা অ্যান্ডি মারে। কিন্তু চোট তাঁর স্বপ্নকে সত্যি হতে দিল না। চোটের কারণে বিদায় নিলেন ব্যক্তিগত ইভেন্ট থেকে। ব্যক্তিগত ইভেন্টে থেকে সরে দাঁড়ালেও দ্বৈত ইভেন্টে ছিলেন তিনি। কিন্তু সেই ইভেন্টেও পথচলা সুখকর হলো না। কোয়ার্টার ফাইনালেই থেমে গেল তাঁর টোকিও যাত্রা।
২০১২ সালের লন্ডন অলিম্পিক ও ২০১৬ সালের রিও অলিম্পিকের স্বর্ণজয়ী তারকা প্রথমে ব্যক্তিগত ইভেন্ট থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন। এরপর চিকিৎসক দলের সঙ্গে পরামর্শ করে সালিসবিউরির সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলেন।
আজ বুধবার টেনিসের দ্বৈত ইভেন্টে হেরে গেল মারে-সালিসবিউরি জুটি। কোয়ার্টার ফাইনালে তাঁদের হারিয়েছে ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ইভান দোদিগ।
এদিকে টেনিস ইভেন্টে বড় তারকাদের কেউই নেই। শেষ গতকাল মঙ্গলবার অলিম্পিকের তৃতীয় রাউন্ড থেকেই অবিশ্বাস্যভাবে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা ওসাকা। আরিয়াকে টেনিস সেন্টার কোর্টে চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরেছেন বিশ্বের দুই নম্বর তারকা জাপানের নাওমি ওসাকা। এ ছাড়া নিসের প্রথম দিনই অঘটনের শিকার হন টেনিস তারকা অ্যাশলে বার্টি। তিনিও বিদায় নেন।