দ্রাবিড়কে কোচ করা নিয়ে যা বললেন রবি শাস্ত্রী
গত বছর নভেম্বরে ভারতের কোচের দায়িত্ব পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন তিনি। বিসিসিআইয়ের নেওয়া এই সিদ্ধান্তের জন্য অনেক দিন পর মুখ খুললেন কোহলিদের সাবেক কোচ।
স্কাই স্পোর্টসকে রবি শাস্ত্রী বলেন, ‘আমার সময়ে যদি কোনো কিছু না পাওয়া হয়ে থাকে, তা হল বিশ্বকাপ। এ ছাড়া লাল বল এবং সাদা বলের ক্রিকেটে বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্মরণীয় সাফল্য পেয়েছি আমরা। অস্ট্রেলিয়ায় দুটি সিরিজ জিতেছি, ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর সিরিজে এগিয়ে ছিলাম।’
রাহুল দ্রাবিড়কে কোচ করা প্রসঙ্গে সাবেক এই কোচ বলেন, ‘রাহুলের চেয়ে ভালো কেউ ছিল না আমার পর দায়িত্ব গ্রহণের জন্য। তবে ভুল করে আমি চাকরিটা পেয়ে গিয়েছিলাম। আমি কমেন্ট্রি বক্সে ভালো ছিলাম। আমি আশা করি দ্রাবিড় এই কাজটা উপভোগ করবে।’
২০১৪ সালে ভারতীয় দলের ডিরেক্টর হিসেবে প্রথমে আট মাস কাজ করেন রবি শাস্ত্রী। মাঝখানে এক বছর কোচের দায়িত্বে ছিলেন অনিল কুম্বলে। পরে ২০১৭ সালে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পান রবি শাস্ত্রী। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি।
২০২১ সালের ৩ নভেম্বর কোচের দায়িত্ব পেয়েছিলেন দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ভালোই সাফল্য পাচ্ছেন রোহিত শর্মা-বুমরাহরা।