ধারাবাহিকতা থাকলে ২০২৩ বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। অথচ সে দলটিই কি না ওয়ানডেতে অন্যরূপে। দারুণ সাফল্য পাচ্ছে।
এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, ক্যারিবীয় দলটির বিপক্ষে টানা ১০ ম্যাচ জয়ের কীর্তি গড়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে চরম ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাড়াবে বাংলাদেশ, এমনটা আশাবাদী ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ২০২৩ বিশ্বকাপে পছন্দের ফরম্যাটে দারুণ কিছু করবে টাইগাররা, আশাবাদী তিনি। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এ দলের নিয়মিত সফর রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ ব্যাপারে মিনহাজুল আবেদীন বলেন, ‘খেলোয়াড়রা যথেষ্ট ভালো খেলেছে। টেস্ট ও টি-টোয়েন্টিতে আমরা ভালো করতে পারিনি। এই ফরম্যাটগুলো নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তবে ওয়ানডের সাফল্য আমাদের আশাবাদী করে তুলেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৩ বিশ্বকাপে ভালো কিছু করতে পারে দল।’
টানা দুই জয়ে সিরিজ জিতেছে টাইগাররা। এবার উইন্ডিজকে হোয়াইওয়াশের সুযোগ। পছন্দের ফরম্যাটে টাইগারদের এমন দাপুটে পারফরম্যান্স আশাবাদী করছে টিম ম্যানেজমেন্টকে।