নান্নুর পরিবর্তে নতুন প্রধান নির্বাচক লিপু
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে রদবদল আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। সবার অপেক্ষা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত বোর্ড সভা। মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। বিভিন্ন এজেন্ডা নিয়ে আজকের সভায় আলোচনা হয়। যাতে অন্যতম ছিল নির্বাচক ইস্যু।
সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, মিনহাজুল আবেদীন নান্নুর পরিবর্তে নতুন প্রধান নির্বাচক করা হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। এতে অবসান ঘটেছে নান্নুর আট বছরের প্রধান নির্বাচক অধ্যায়ের। নান্নুর সঙ্গে বাদ দেওয়া হয়েছে আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে।
গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলে আরও রাখা হয়েছে আব্দুর রাজ্জাককে। জাতীয় দলের সাবেক এই স্পিনারের পাশাপাশি নির্বাচক প্যানেলে আনা হয়েছে হান্নান সরকারকে। যিনি এতদিন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
বিসিবি সভাপতি বলেন, ‘প্রধান নির্বাচক হিসেবে আমরা গাজী আশরাফ হোসেন লিপুকে বেছে নিয়েছি। এর সঙ্গে আছেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।’