৫৭ পেরিয়ে ৫৮তে পা রাখলেন নান্নু
ক্রিকেটের নন্দিত তারকা, বিসিবির বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর জন্মদিন আজ। ৫৮-তে পা রাখলেন তিনি। ১৯৬৫ সালের এই দিনে বাংলাদেশের এই কুশলী ক্রিকেটার বন্দরনগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বড় ভাই নুরুল আবেদীন নোবেলের পথ ধরেই ক্রিকেটে প্রবেশ। খুব দ্রুত নির্ভরযোগ্য অবস্থানে তুলে আনেন নিজেকে।
শৈশব থেকেই খেলাধুলার প্রতি আলাদা একটা টান ছিল মিনহাজুল আবেদীন নান্নুর। চট্টগ্রামে ফুটবল-ক্রিকেট দুটিই খেলেছেন দাপিয়ে। ফুটবলে ফরোয়ার্ড, ক্রিকেটে অলরাউন্ডার। ঢাকার ফুটবলে এক মৌসুম খেলেছেন মুক্তিযোদ্ধার মতো ক্লাবের হয়েও। তবে মায়ের পরামর্শে ফুটবলের স্বর্ণযুগে বেছে নেন ক্রিকেট। মাত্র ১৭ বছর বয়সে ডাক পান জাতীয় দলে। বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডেটা খেলেছেন ২০ বছর বয়সে।
নন্দিত এই তারকা ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৮.৮৭ গড়ে ৪৫৩ রান করেন। তার এক ম্যাচে সর্বোচ্চ রান অপরাজিত ৬৮। এছাড়াও তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৪ ম্যাচে ৫১.৭৮ গড়ে ১৭০৯ রান করেন। বোলার হিসেবেও দারুণ ছিলেন তিনি। ২৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৩ উইকেট শিকার করেন তিনি, যেখানে এক ম্যাচে সর্বোচ্চ ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বোলার হিসেবে।
মিনহাজুল আবেদীন নান্নু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির অন্যতম সদস্য। এর আগে বেশ কিছু দিন বয়স ভিত্তিক দল ও ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সব মিলিয়ে মিনহাজুল আবেদীন এক পরিপূর্ণ ক্রিকেট ব্যক্তিত্ব।