নাক থেকে রক্তপাত নিয়ে সংবাদ সম্মেলন শেষ করলেন কোম্যান
লা লিগার শিরোপা উদ্ধারের মিশনে এবার কঠিন পরীক্ষার সামনে বার্সেলোনা। ওই পরীক্ষায় কাতালান ক্লাবটির প্রতিপক্ষ সেভিয়া। আজ শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটির আগে বার্সা শিবিরের চিন্তা বাড়ালেন কোচ রোনাল্ড কোম্যান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হঠাৎ করে তাঁর নাক থেকে রক্তপাত শুরু হয়। রক্তপাত নিয়েই দ্রুত সংবাদ সম্মেলন শেষ করেছেন তিনি।
ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বার্সার। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতেছে কাতালানরা। অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে সেভিয়া। এমনকি কোপা দেলরেতে বার্সাকেও হারিয়েছে তারা। এবার ঘরের মাঠে খেলবে তিনে থাকা বার্সার বিপক্ষে। পয়েন্ট টেবিলের চারে থাকা সেভিয়া বার্সাকে হারালেই উঠে যাবে তিন নম্বরে। সব মিলিয়ে ম্যাচটিতে জিততেই হবে বার্সাকে।
এমন ম্যাচের আগের দিন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন চলাকালীন কোম্যানের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। প্রথমে পরিস্থিতি সামাল দিতে তিনি নাকে রুমাল চেপে ধরেন। কিন্তু তাতেও রক্তপাত বন্ধ হয়নি। বাধ্য হয়ে দ্রুত সাংবাদ সম্মেলন শেষ করে তিনি বেরিয়ে যান।
এ ব্যাপারে ক্লাবের তরফে জানানো হয়, গত বছরের মে মাসে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল কোম্যানের। ‘ব্লাড থিনিং পদ্ধতিতে’ তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। সেই কারণেই মাঝেমধ্যে তাঁর নাক থেকে রক্তপাত হয়। এরপরও তাঁকে পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা।
সেভিয়ার বিপক্ষে খেলতে নামার আগে দলের সবার প্রতি বার্তা দিলেন কোম্যান। লিওনেল মেসির উপর চাপ কমাতে সবাইকে দায়িত্ব নিতে বলেন তিনি, ‘সিনিয়ররাই সব সময় ম্যাচ বার করে দেবে, এটা হতে পারে না। হওয়া উচিতও নয়। লিও (লিওনেল মেসি) এই মৌসুমে এখনই ১৮ গোল করে ফেলেছে। অন্যরা সবাই মিলে যে গোল করেছে। এলচের বিরুদ্ধেও লিওই তো দুটো গোল করল। অন্যরা এবার ওর পাশে দাঁড়াক। সব সময় কেন সেরা ফুটবলাররের ওপর দল নির্ভর করবে? সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু অভিজ্ঞরাই সব করে দেবে না।’
কোম্যান আরো বলেন, ‘প্রতিটি মুহূর্তই এখন কঠিন। সেটা সবার জন্যই। আগামী কয়েক দিনে উপরের দিকে থাকা সব ক্লাবকেই নিজেদের মধ্যে খেলতে হবে। তাহলে কেন শুধু বার্সার কথা বলা হচ্ছে? চাপ সবারই আছে। এটা মাথায় রাখছি যে আমি বার্সেলোনার মতো ক্লাবের কোচ। এখানে কোচদের সবসময়ই চাপ নিয়ে কাজ করতে হয়।