না ফেরার দেশে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক
নিউজিল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জন রেইড আর নেই। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ৯২ বছর বয়সে মারা গেছেন সাবেক এই ক্রিকেটার। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
১৯৪৮ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল জন রেইডের। একজন ডান হাতি আক্রমণাত্মক ব্যাটসম্যানের পাশাপাশি সিম বোলার ছিলেন তিনি।
ক্যারিয়ারের সেরা সময়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন রেইড। ৩৪ ম্যাচে কিউই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম তিনটি টেস্ট জয় তাঁরই অধিনায়কত্বে।
নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্ৰধান ডেভিড হোয়াইট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের ক্রিকেটে জনপ্রিয়তার সূচনা তাঁরই হাত ধরে। স্ত্রী নরলি, সন্তান এলিসন, রিচার্ড, আন এবং নাতি নাতনিদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।’
জন রেইডের জন্ম অকল্যান্ডে, পড়াশোনা ও বেড়ে ওঠা ওয়েলিংটনে। ২৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে তিনি ৪১.৩৫ গড়ে ১৬ হাজার ১২৮ রান করেছিলেন। যাতে ৩৯টি শতরান হাঁকান তিনি। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও ৪৬৬টি উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেটে ৩৩.২৮ গড়ে তিন হাজার ৪২৮ রান করার সঙ্গে ৮৫টি উইকেট দখল করেন রেইড। যাতে ছয়টি সেঞ্চুরি করেছিলেন। এর মধ্যে সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৬১ সালে বক্সিং ডে টেস্টে ১৪২ রান করেন। ১৯৬৫ সালে অবসর নেন। অবসরের পর নিউজিল্যান্ডের নির্বাচক, ম্যানেজার এবং আইসিসি ম্যাচ রেফারিও হন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট বিশ্বে।