নিয়মরক্ষার ম্যাচে নিশ্চিত হবে রানার্সআপ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়ন দল। এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নেয় তারা। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লিগ শেষ হচ্ছে। সুপার লিগের শেষ রাউন্ডে কাল মাঠে নামবে ছয়টি দল।
১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকা শেখ জামাল প্রথমবার লিগের শিরোপা জিতেছে। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রুপগঞ্জ দ্বিতীয় স্থানে আছে।
কাল অনুষ্ঠিত হতে যাওয়া লিগের শেষ রাউন্ডটি অনেকটাই নিয়মরক্ষার। তবে মর্যাদার লড়াইয়ে নামবে শেখ জামাল ও লিজেন্ডস অব রুপগঞ্জ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচে ঠিক হবে কোন দল রানার্সআপ হবে।
এদিকে দিনের অন্য দুটি ম্যাচে আবাহনী লিমিটেড ও রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স বিকেএসপিতে লড়বে। ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
গতকাল মঙ্গলবার আবাহনীকে চার উইকেটে হারিয়ে শেখ জামাল শিরোপা নিশ্চিত করে। আবাহনী প্রথমে ব্যাট করে ২২৯ রান গড়ে। জবাবে নুরুল হাসান সোহানের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় শেখ জামাল ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে।
এবারের লিগে ব্যাট হাতে রেকর্ড গেড়েছেন এনামুল হক বিজয়। লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েন তিনি। এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাট করে তিনি ১ হাজার ৪২ রান করেন।
রেকর্ড গড়েছেন তামিম ইকবালও। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০টি সেঞ্চুরি ও ১০ হাজার রান করেন তিনি।
গত ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করে এই কীর্তি গড়েন তামিম। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২০তম সেঞ্চুরি। যাতে ১৪টি শতক জাতীয় দলের হয়ে। ২৭৭ ম্যাচে এখন তাঁর সংগ্রহ ১০,০১২ রান। যাতে ৬২টি হাফসেঞ্চুরি রয়েছে। ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে এনামুল হক বিজয়।