ফজলে মাহমুদের সেঞ্চুরিতে উজ্জ্বল রূপগঞ্জ টাইগার্স
দুই দলই শিরোপার রেসে অনেকটাই পিছিয়ে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স সুপার সিক্সে উঠলেও পয়েন্ট তালিকায় নিচের দিকে। তাই এই দুদলের লড়াই অনেকটাই আনুষ্ঠানিকতার। এই লড়াইয়ে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স। তারা ৮৪ রানের বড় ব্যবধানে জিতেছে।
টস জিতে প্রথমে ব্যাট করে ৩১৪ রানের বড় সংগ্রহ গড়ে রূপগঞ্জ টাইগার্স। ফজলে মাহমুদের সেঞ্চুরিতে এই বিশাল স্কোর গড়ে তারা।
ম্যাচে শুরুটা ভালোই হয়েছিল রূপগঞ্জের। ওপেনার ইমরান উজ্জামান ৭৩ ও জাকির হাসান ২৪ রান করে রূপগঞ্জকে বড় সংগ্রহের পথ দেখান। পরে তিন নম্বরে ব্যাট করে ফজলে মাহমুদ ১০৪ এবং চার নম্বরে নেমে অধিনায়ক মার্শাল আইয়ুব ৫৩ রান করেন। আর শেষ দিকে আরিফুল হক ৪১ রান করেন।
গাজী গ্রুপের হয়ে জয়নুল ইসলাম ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নেন।
জবাবে গাজী গ্রুপ খুব একটা সুবিধা করতে পারেনি। ২৩০ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা। ওপেনার মাহমুদুল হাসান ও অধিনায়ক আকবর আলী ছাড়া অন্যরা খুব একটা সুবিধা করতে পারেননি। শরিফুল্লাহর শিকার হয়ে মাহমুদুল সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৫৯ রান করেন। আর আকবর আলী করেন ৫০ বলে ৫০ রান। সাইদ ৩৪ ও আরাফাত সানি জুনিয়র ২৪ রান করেন।
নাসুম আহমেদ ও শরিফুল্লাহ দারুণ বল করে প্রতিপক্ষের ব্যাটিং ধস নামান। নাসুম ৮.৩ ওভার বল করে ৫৪ রান খরচ করে চার উইকেট নেন। আর শরিফুল্লাহ ৪১ রানে তিন উইকেট নেন। আর ফরহাদ রেজা দুটি ও আরিফুল এক উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ ক্রিকেটার্স : ৫০ ওভারে ৩১৪/৪ (ইমরান ৭৩, জাকির ২৪, ফজলে মাহমুদ ১০৪, মার্শাল ৫৩, নাসিম ১৫*, আরিফুল ৪১; জয়নুল ১০-০-৭০-২, মাহমুদুল ১০-০-৩৮-২)।
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ৪৩.৩ ওভারে ২৩০ (মাহমুদুল ৫৯, আকবর ৫০, সাঈদ ৩৪, আরাফাত ২৪,; নাসুম ৮.৩-১-৫৪-৪, ফরহাদ ৬-০-৩১-২, শরিফউল্লাহ ১০-০-৪১-৩, আরিফুল ১-০-১২-১)।