নেই মাহমুদউল্লাহ, একাদশে তিন পরিবর্তন
নিউজিল্যান্ড সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ম্যাচটিতে মোট তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। জায়গা হারিয়েছেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। শেষ ম্যাচে সুযোগ মিলেছে নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন ও রুবেল হোসেনের। বৃষ্টির কারণে ম্যাচটি টি-টোয়েন্টির বদলে টি-টেন ফরম্যাটে মাঠে গড়িয়েছে। দুই ঘণ্টা পিছিয়ে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে।
বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ম্যাচটি টস করেছেন লিটন দাস। নিজের নেতৃত্বের প্রথম ম্যাচেই টসে জিতেছেন তিনি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও এর মধ্যে হেরে বসেছে বাংলাদেশ। কোনো ম্যাচেই তেমন লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। এবার সফরের শেষ ম্যাচে কিছু করতে পারে কি না সেটাই দেখার।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফাগুর্সন, মার্টিস গাপটিল, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়াং।