পাকিস্তানের আরো ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত
পাকিস্স্তানের ক্রিকেটে নভেল করোনাভাইরাসের থাবা পড়েছে আরো আগেই। কয়েকদিন আগে আক্রান্ত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরপর একদিন আগে আক্রান্ত হয়েছেন দেশটির জাতীয় দলের তিন ক্রিকেটার। এবার আরো বড় দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটির আরো সাতজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে বর্তমানে খেলা ১০ জন পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত। করোনাজনিত কোভিড-১৯ পজিটিভ ধরা পড়া নতুন সাতজন হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। এর আগের তিনজন হলেন হায়দার আলি, হারিস রউফ ও শাদাব খান। এ ছাড়া সাপোর্ট স্টাফের একজনের (মেসিয়ার মালাঙ্গ আলি) আক্রান্তের খবর জানিয়েছে পিসিবি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিসিবি।
রাওয়ালপিন্ডিতে পরীক্ষা করা প্রথম তিনজনের মতো পরের সাতজনের শরীরেও এখনো কোনো উপসর্গ দেখা যায়নি। আগামী ১৪ দিন তাঁদের আইসোলেশনে থাকতে হবে।
বোলিং কোচ ওয়াকার ইউনিস, অলরাউন্ডার শোয়েব মালিক ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকন ছাড়া বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের গতকাল করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে আটজনের ফলাফল পজিটিভ এবং বাকিদের নেগেটিভ এসেছে।
যাঁদের ফলাফল নেগেটিভ এসেছে তাঁরা আজ বুধবার লাহোরে যাবেন। আগামীকাল তাঁদের আরেক দফা কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। সেখানে যাদের ফল নেগেটিভ আসবে আগামী রোববার বিশেষ বিমানে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেবেন তাঁরা।
ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তবে ইংল্যান্ড পৌঁছার পর তাঁদের আবার পরীক্ষা করানো হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এ সময় ‘জীবাণুমুক্ত পরিবেশে’ অনুশীলনের সুযোগ পাবেন খেলোয়াড়রা।
এর আগে পাকিস্তান ক্রিকেটে করোনায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বড় নাম ছিলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আশার খবর হলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্থ হয়ে ওঠার খবর নিজেই জানিয়েছেন এই পাকিস্তানি তারকা।
গত বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আফ্রিদি বলেন, ‘আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্, আমিও খুব ভালো আছি। শুরুর দুই-তিন দিন আমার জন্য কঠিন ছিল। যত দিন গড়াচ্ছে, আমার শারীরিক অবস্থার ততই উন্নতি হচ্ছে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। যতক্ষণ না আপনি নিজে হেরে যাবেন, তার আগ পর্যন্ত কোনো রোগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না।’
আফ্রিদি ছাড়াও কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার তৌফিক উমর। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন। তার আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পাকিস্তানি ক্রিকেটার জাফর সরফরাজ।