পাকিস্তানে বর্ষসেরা ক্রিকেটার রিজওয়ান, ওয়ানডেতে সেরা বাবর
ব্যাট হাতে ২০২১ সালে দারুণ সময় পার করেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। বিশেষ করে কুড়ি ওভারের ক্রিকেটে। বছর জুড়ে দারুণ পারফরম্যান্স করার পুরস্কার পেয়ে গেলেন তিনি। পাকিস্তানের বর্ষসেরা ক্রিকেটার হলেন উইকেটকিপার এই ব্যাটার।
টি-টোয়েন্টিতে পুরো বছরে দুর্দান্ত করায় রিজওয়ানকে বছরের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আজ শুক্রবার গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই ঘোষণা দেয় পিসিবি।
বর্ষসেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রিজওয়ানের সঙ্গে ছিলেন হাসান আলী, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তাঁদের পেছনে ফেলে সেরার মুকুট পরলেন রিজওয়ান। গেল বছর টেস্টে ৪৫৫ রান, ওয়ানডেতে ১৩৪ ও টি-টোয়েন্টি ১৩২৬ রান করেছেন রিজওয়ান। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান (১৩২৬) করার রেকর্ড গড়েন তিনি।
বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। সেরা হয়ে রিজওয়ান বলেন, ‘আমার মনে হয়, সংক্ষিপ্ত সংস্করণে আমার অসাধারণ একটি বছর কেটেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছরের শুরুতে সেঞ্চুরি করার পর থেকে সেই আত্মবিশ্বাস ও ছন্দ বছরের বাকি সময় ধরে রাখতে পেরেছি।’
এদিকে ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক বাবর আজম। ২০২১ সালে ছয়টি ওয়ানডে খেলে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪০৫ রান করেন পাকিস্তান অধিনায়ক। টেস্টে বছর সেরা হয়েছেন হাসান আলী। গত বছর ৮ টেস্টে নেন ৪১ উইকেট এই পেসার।
বর্ষসেরা ইম্প্যাক্টফুল পারফরম্যান্সের অ্যাওয়ার্ড জিতেছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। নারী বিভাগে বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন নিদা দার।