পাকিস্তানের আশা মাড়িয়ে জিতল অস্ট্রেলিয়া
লক্ষ্যটা ছিল বেশ ছোট। জিততে হলে স্রেফ ২০৩ রান পাড়ি দিতে হতো অস্ট্রেলিয়াকে। কিন্তু দারুণ বোলিংয়ে এই অল্প রানের মধ্যেই অসিদের গুঁড়িয়ে দেওয়ার আশা জাগায় পাকিস্তান। কিন্তু সফরকারীদের সেই আশা পূরণ হয়নি। ঘরের মাঠে পাকিস্তানের আশা মাড়িয়ে স্বস্তির জয় তুলে নিল প্যাট কামিন্সের দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান। এর জবাব দিতে নেমে ৯৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্যাট কামিন্সরা।
জয়ের ম্যাচে ব্যাটে বলে দারুণ ছিলেন প্যাট কামিন্স। বল হাতে দুই উইকেট নেওয়া অসি অধিনায়ক ব্যাট হাতে উপহার দিয়েছেন ৩২ রানের কার্যকারী ইনিংস। বল হাতে দারুণ করেছেন মিচেল স্টার্কও। তিনি ৩৩ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট। ম্যাচ সেরাও হয়েছে স্টার্ক। এ ছাড়া ব্যাট হাতে অসিদের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন জশ ইংলিস। স্টিভেন স্মিথ করেছেন ৪৪ রান। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে অ্যাডিলেইডে, আগামী ৮ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৬.৪ ওভারে ২০৩ (শাফিক ১২, সাইম ১, বাবর ৩৭, রিজওয়ান ৪৪, কামরান ৫, সালমান ১২, ইরফান ২২, আফ্রিদি ২৪, নাসিম ৪০, রউফ ০, হাসনাইন ২*; স্টার্ক ১০-৩-৩৩-৩, কামিন্স ৯.৪-১-৩৯-২, অ্যাবট ৮-০-৩৪-১, হার্ডি ৪-০-১৫-০, জ্যাম্পা ১০-০-৬৪-২, শর্ট ১-০-২-০, ম্যাক্সওয়েল ৩-০-১১-০, লাবুশেন ১-০-৫-০)।
অস্ট্রেলিয়া: ৩৩.৩ ওভারে ২০৪/৮ (শর্ট ১, ম্যাকগার্ক ১৬, স্মিথ ৪৪, ইংলিস ৪৯, লাবুশেন ১৬, হার্ডি ১০, ম্যাক্সওয়েল ০, অ্যাবট ১৩, কামিন্স ৩২*, স্টার্ক ২*; আফ্রিদি ১০-০-৪৩-২, নাসিম ৭.২-০-৩৯-১, হাসনাইন ৭.১-০-৫১-১, রউফ ৯-০-৬৭-৩)।
ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।