বাবর-নাসিমকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা
চলতি মাসেই জিম্বাবুয়ের বুলাউয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে লাল ও সাদা—উভয় বলেই খেলবে সফরকারীরা। এই সিরিজের টেস্ট দলে ফিরেছেন বাবর আজম ও নাসিম শাহ।
তবে, এই সফরের টেস্ট দলেও নেই তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রোটিয়াদের মাটিতে পেস সহায়ক উইকেটে আশা করা হচ্ছিল আফ্রিদিকে ফেরানো হবে। তবে, সেটা আর হয়নি। রঙিন পোশাকের দলে থাকলেও টেস্ট দলে নেই আফ্রিদি।
আগামী দুই ম্যাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতে যাওয়া তিন সিরিজের জন্য আজ বুধবার (৪ ডিসেম্বর) দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সফরের টেস্ট দলে প্রত্যাশিতভাবেই ফিরেছেন নাসিম ও বাবর। দুজনে আছেন সংক্ষিপ্ত ফরম্যাটের দলেও। সেই সঙ্গে দলে ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ আব্বাস।
আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ। ১০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। এর মধ্যে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুদল। এই দুটি সিরিজ শেষে ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সাদা পোশাকের লড়াই। প্রথম টেস্টটি হবে সেঞ্চুরিয়নে। পরের ম্যাচটি হবে কেপটাউনে, আমাগী ৭ জানুয়ারি।
পাকিস্তানের টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, হাসিবউল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।
পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবব আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।