পেশাদার ক্রিকেটে ধানখেতে খেলা দিলেও খেলতে হবে : মুমিনুল
উপমহাদেশের দলগুলো স্পিন উইকেটে খেলে অভ্যস্ত। তাই এ দলগুলোকে স্পিন উইকেট দিয়ে পরীক্ষায় ফেলা চ্যালেঞ্জিং। যেমনটা হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজেও। নিজেদের কন্ডিশনে স্পিন উইকেট বানিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানো কঠিন বাংলাদেশের জন্য।
কিন্তু, ফ্ল্যাট উইকেট বানিয়েও সাফল্য আসছে না। চট্টগ্রাম টেস্ট অন্তত সেটাই বলে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফ্ল্যাট উইকেট বানিয়েও খুব বেশি ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই প্রশ্ন উঠেছে—ফ্ল্যাট উইকেটে বাংলাদেশি ব্যাটারদের সামর্থ্য নিয়ে।
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও চান ফ্ল্যাট উইকেট। আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিয়ে অধিনায়ক বলেন, ‘আপনারা সবাই জানেন—উপমহাদেশের দলগুলো স্পিন খুব ভালো খেলে। আমার কাছে মনে হয়, উপমহাদেশের দেশগুলোর বিপক্ষে স্পিন উইকেটে না খেলাই উচিত। অন্যান্য সব দলই তাই করে। আমার মনে হয় ফ্ল্যাট উইকেটই বেটার।’
তবে, উইকেটকে অজুহাত হিসেবে দেখছেন না অধিনায়ক, ‘একজন পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট নিয়ে অজুহাত দেওয়াটা কোনোভাবেই কাম্য নয়। আমি নিজেও এর সঙ্গে কখনও একমত হই না। পেশাদার ক্রিকেটের হিসেবে ধানখেতে খেলতে দিলে, ওখানেও খেলতে হবে। আমার কাছে মনে হয়—এগুলো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে, জয়ের জন্য পেশাদার হলে আরও একটু ভালো হয়।’
এর পর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠলে মুমিনুল বলেন, ‘শুধু উইকেট নিয়েই তো পেশাদারিত্ব নয়। অন্য অনেক কিছু আছে। ডিসিপ্লিন-ওয়াইজ, ভালোমতো ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিং, প্রতিপক্ষকে চিন্তা করে তাদের শক্তি-দূর্বলতা চিন্তা করা— সেগুলো মিলেই কিন্তু পেশাদারিত্ব। আমার কাছে মনে হয়, পেশাদারিত্ব মানে আপনারা যেটা বোঝাচ্ছেন, সেটা নয়। আমাদের ক্রিকেটারেরা সবাই পেশাদারিত্ব দেখাচ্ছেন, হয়তো কেউ সফল হচ্ছে, কেউ হচ্ছে না।’