প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/09/bd-11-photo.jpg)
টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে মোকাবিলা করবে বাংলাদেশ। গেল দুই ফরম্যাটে স্বাগতিক ব্যাটসম্যানদের দারুণ সময় কেটেছে। টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও লিটন দাস।
সব মিলিয়ে বেশ ফর্মে আছেন ব্যাটসম্যানরা। সে ক্ষেত্রে টি-টোয়েন্টিতে একাদশ সাজানো নিয়ে বিপাকেই পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
সাধারণত কয়েক সিরিজ ধরে টি-টোয়েন্টিতে তামিমের সঙ্গে ওপেন করেন মোহাম্মদ নাঈম। কিন্তু ওয়ানডেতে তামিম-লিটনের দারুণ ওপেনিংয়ের কারণে নাঈমকে শুরুতে দেখা নিয়ে সংশয় আছে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন-তামিমকে। নাঈমকে দেখা যেতে পারে ওয়ানডাউনে।
এ ছাড়া একাদশে ফিরছেন পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম। ফিরছেন সাইফউদ্দিনও।
অন্যদিকে, ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেও একাদশে বারবার পরিবর্তনের পক্ষে নন। অধিনায়ক গতকাল বলেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই, যে যেখানে ব্যাটিং করুক, সে সুস্থির একটা ব্যাটিং অর্ডার পাবে, যেন খোলা মন নিয়ে পারফর্ম করতে পারে।’
মাহমুদউল্লাহ আরো বলেন, “টি-টোয়েন্টিতে মিডল অর্ডার ব্যাটসম্যানদের প্রায়ই চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে হয়। প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হওয়ার দাবি থাকে অনেক সময়। এমন পরিস্থিতিতে বড় শট খেলার চেষ্টায় ‘গোল্ডেন ডাক’ পাওয়া বিরল নয়। আমি মনে করি, বিশ্বাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে যেখানেই ব্যাটিং করুক, সেটা তিন হোক, চার হোক, পাঁচ হোক, ছয় হোক বা সাত হোক, তারা যেন তাদের নির্দিষ্ট ভূমিকা অনুযায়ী ওইভাবে চিন্তা করতে পারে এবং ওইভাবে ব্যাটিং করতে পারে। আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি যে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভূমিকা সম্পর্কে জানা থাকলে কাজ অনেকটা সহজ হয়। ছয়-সাত নম্বরে ব্যাটিং করলে কম সময় পাওয়া যায়। তো বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে ছয়-সাতে ব্যাটিং করাটা কঠিন। টপঅর্ডারে কিছুটা সময় পেতে পারেন, কিন্তু পাঁচ-ছয়-সাতে সময় কম পাওয়া যায়। তো এই জিনিসগুলো বিবেচনা করা হবে। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টও সাপোর্ট করবে।”
সব মিলিয়ে আজ বাংলাদেশের একাদশ হতে পারে এমন—
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আল-আমিন হোসেন/ হাসান মাহমুদ।