ফ্রেঞ্চ ওপেনে খেলার ঘোষণা ফেদেরারের
গত বছর রজার ফেদেরারের হাঁটুতে দুবার অস্ত্রোপচার হয়েছিল। যে কারণে ২০২০ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হারের পর আর কোনো টুর্নামেন্টে অংশ নেননি। গত মার্চে কাতার ওপেনের প্রথম ম্যাচে ড্যান ইভান্সের বিপক্ষে তিন সেটের লড়াইয়ে কষ্টার্জিত জয় পেয়েছিলেন। তাই ফেদেরার মিয়ামি ওপেনেও খেলেননি। তবে আগামী মেতে ফ্রেঞ্চ ওপেনে খেলার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল রোববার এই ঘোষণা দিয়েছেন ফেদারার নিজে। একটি টুইট করে ফেদেরার লিখেছেন, ‘আমি জেনেভা ও প্যারিসে খেলব। এই সময়টা নিজের প্রস্তুতি সারব। সুইজারল্যান্ডে খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
ফ্রেঞ্চ ওপেনে খেলার আগে সুইজাল্যান্ডের জেনেভা ওপেনে অংশ নেবেন ফেদেরার। মে মাসে টুর্নামেন্টটি হওয়ার কথা। ১৬-২২ মে অনুষ্ঠিত হতে পারে এই টুর্নামেন্ট। এটিই তাঁর ফ্রেঞ্চ ওপেনের প্রস্তুতি হবে।
করোনার কারণে ২০২০ সালে জেনেভা ওপেন বাতিল হয়েছিল। এবার অবশ্য এই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরেই ফ্রেঞ্চ ওপেন খেলতে যাবেন ফেদেরার।