ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন ফেদেরারও
সবাইকে হতাশ করে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম সরিয়ে নিয়েছেন টেনিস তারকা নাওমি ওসাকা। নাউমি ওসাকার একদিন পর টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন পেত্রা কেভিতোভাও। এবার শোনা যাচ্ছে রোলাঁ গারোঁ থেকে সরে দাঁড়াতে পারেন বিশ্বের অন্যতম টেনিস তারকা রজার ফেদেরার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাঁটুর ইনজুরি আতঙ্কে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে পারেন ফেদেরার। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি এই টেনিস তারকা।
গত বছর দুবার হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর খুব বেশি টুর্নামেন্টে অংশ নিতে পারেননি ফেদেরার। এবার খেলছেন ফ্রেঞ্চ ওপেনে। রোলাঁ গারোঁয় তুমুল লড়াই করে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছেন ফেদেরার। তৃতীয় রাউন্ডে ৫৯তম বাছাই জার্মানির ডমিনিক কোয়েপেফেরের বিপক্ষে ৩-১ সেটে জয় পান তিনি।
তবে তিনটি সেট হয়েছে টাইব্রেকারে। ম্যাচটিতে ৩ ঘণ্টা ৩৫ মিনিট লড়াই করে ফল আনতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত জয় পান ফেদেরার।
তবে জয়ের ম্যাচে আনন্দের চেয়ে হতাশার খবর দিলেন ফেদেরার। ম্যাচ শেষে বলেন, ‘আমি জানি না আর খেলতে পারব কি না। খেলা চালিয়ে যেতে পারব কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। হাঁটুতে চাপ ফেলা খুব বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে কি না? বিশ্রামের জন্য এটাই কি সঠিক সময়?’
ফেদেরারের এমন বক্তব্যে রোলাঁ গারোঁয় এটাই তাঁর শেষ টুর্নামেন্ট বলে মনে করছেন অনেকেই। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে কিছুই নিশ্চিত নয়।
টুর্নামেন্ট শুরুতে চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়ে রীতিমতো সাড়া ফেলে দেন। প্রথম রাউন্ডের ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেননি তিনি। এ জন্য তাঁকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়। একইসঙ্গে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। তাই এসব ঝামেলা এড়াতে নিজেই সরে দাঁড়ান ওসাকা।
এরপর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান কেভিতোভা। তবে তাঁর ব্যাপারটি একটু ভিন্ন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা বেলজিয়ামের গ্রিট মিনেনকে ৬-৭ (৬-৩), ৭-৬ (৭-৫), ৬-১ গেমে হারান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই যাচ্ছিলেন। যাওয়ার পথে পা হড়কে পড়ে যান কেভিতোভা। পড়ে গিয়ে গোড়ালিতে নাকি চোট পেয়েছেন তিনি।
এক টুইট বার্তায় ফ্রেঞ্চ ওপেন থেকে সরে যাওয়ার খবর জানিয়ে কেভিতোভা লিখেছেন, ‘বেশ হতাশা নিয়েই ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছি। রোববার সংবাদ সম্মেলনে যোগ দিতে গিয়ে আমি পড়ে যাই আর গোড়ালিতে গুরুতর আঘাত পাই। এমআরআই করার পর সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ফ্রেঞ্চ ওপেনে না খেলার। সিদ্ধান্তটা নেওয়া অনেক কঠিন ছিল। আমি এখন মন শক্ত করার চেষ্টা করছি। দ্রুত সুস্থ হয়ে কোর্টের লড়াইয়ে ফেরার আশা করছি।’