বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা আছে : কোহলি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/13/kohli-2.jpg)
আইসিসির নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। স্ত্রীর অসুস্থতার কারণে ছুটিতে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চোট সমস্যায় নেই মোহাম্মদ সাইফউদ্দিনও। সেইসঙ্গে দুদিন আগে ভারতের মাটিতে টি-টোয়েন্টিতে হারের ধাক্কা। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের।
অন্যদিকে দুদিন আগে টি-টোয়েন্টি সিরিজ জিতে স্বস্তির হাওয়া ভারতের ড্রেসিংরুমে। দলে ফিরেছেন বিরাট কোহলিসহ বড় তারকারা। এই স্বস্তি নিয়েই আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে হতে যাওয়া সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। দুই ম্যাচের সিরিজে নিঃসন্দেহে শক্তিশালী ভারত। কিন্তু তারপরও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। বরং বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রেখেই নিজেদের প্রক্রিয়ায় ভারত এগোতে চায় বলে জানালেন অধিনায়ক বিরাট কোহলি।
আজ বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমরা কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। যখন ওরা ভালো খেলে, তখন খুব চৌকষ দল হয়ে ওঠে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রেখে আগাতে চাই।’
এ ছাড়া ভারতের কন্ডিশনও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় সফরকারীদের সমীহ করছেন কোহলি, ‘ওরা (বাংলাদেশ) একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমরা জানি, ওরা নিজেদের গেম প্ল্যানটা জানে, ওরা জানে কী করতে হবে। ফল পেতে আমাদের ভালো খেলতে হবে, যেমনটা আগের প্রতিটা ম্যাচে খেলেছি।’
তা ছাড়া সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়কের মুখে ছিল মুস্তাফিজ-বন্দনা। কোহলি বলেন, ‘মুস্তাফিজ খুব ভালো মানের একজন বোলার। সে লাল বলে বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যেসব বাঁহাতি পেসারের বিপক্ষে খেলি, মুস্তাফিজ তাঁদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে বাঁহাতি পেসার না থাকায় আমরা বাঁহাতি পেস তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে। তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’