বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। আজ সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
চোটের কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই তিনি দেশে ফিরে যান। সেই সিরিজে অ্যালেক্স কেয়ারি প্রশংসা কুড়ালেও আসন্ন সিরিজে ওয়েডকেই অধিনায়ক হিসেবে বেছে নেয় তারা।
গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন ওয়েড। সিডনিতে সেদিন ব্যাট হাতে ৩২ বলে ৫৮ রানের ইনিংসও খেলেছিলেন এই বাঁহাতি। তবে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া।
ওয়েড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনসের।
এদিকে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই রাইলি মেরিডিথ। তাঁর বদলে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে জায়গা পান তরুণ পেসার নাথান এলিস।
বাংলাদেশে অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৪ আগস্ট। পরের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট।