বাংলাদেশের মেয়েরা দেখালেন—‘আমরাও পারি’
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস গড়ার আরেকটি দিন আজ। এ ইতিহাসের মঞ্চায়ন হয়েছে নারী ক্রিকেট দলের হাত ধরে। ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে আজ প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী দল। সেটি আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে। নিশ্চিতভাবে ক্রিকেটপ্রেমীদের জন্য পরম আনন্দের দিন আজ। এ দিনেই মেয়েরা দেখিয়ে দিলেন—‘আমরাও পারি’।
এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে আশা জাগালেও পারেনি ফল নিজেদের পক্ষে আনতে। তবে, পাকিস্তানের সঙ্গে ম্যাচ নিয়ে তাদের আশা ছিল আগে থেকেই। অবশেষে সে আশা পূরণ করতে পারল লাল-সবুজের দল। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল নিগার সুলতানার দল।
ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছেন ফাহিমা খাতুন। যিনি প্রথম দুই ম্যাচের একাদশেই সুযোগ পাননি। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই বোলিং দিয়ে রাখলেন ছাপ। তুলে নিলেন তিন উইকেট। তাতে বাংলাদেশও পেল স্বস্তির জয়।
দারুণ বোলিং করা ফাহিমাও হয়েছেন জয়ের ম্যাচের সেরা প্লেয়ার। ম্যাচ শেষে তিনি জানালেন, এ জয় তাঁদের কতটা অনুপ্রেরণা যোগাবে। তাঁরা দেখাতে পেরেছেন যে—মেয়েরাও পারে।
ফাহিমা বলেন, ‘আমি আশাবাদী বিগত দুই ম্যাচে যেমন খেলেছি, আজকে যেমন ফাইটিং ম্যাচ খেলেছি। আমাদের জন্য এটা বড় প্রভাব ফেলবে। দলের মেয়েরা উজ্জ্বীবিত আছে যে আমরা পারি। আমার দলের উদ্দেশ্যে হচ্ছে দল হিসেবে পারফর্ম করা। পাকিস্তানের সঙ্গে জেতাটা আমাদের সবসময় উজ্জ্বীবিত করে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আমরা আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব।’
ফাহিমা মনে করেন এ জয় বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে বেশ প্রভাব ফেলবে, ‘আমি আশা করি এটা বাংলাদেশে মেয়েদের ক্রিকেটে বড় প্রভাব ফেলবে। এশিয়া কাপে জিতেছি পাকিস্তানের বিপক্ষে। আমার জন্য বড় পাওয়া ওই সময়ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছি, আজও হলাম। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে পারফর্ম করতে এবং দলে অবদান রেখে যেতে। সেটা রান করে হোক, বল করে অথবা ফিল্ডিংয়ে।’
বিশ্বকাপের মঞ্চ থেকে ভালো স্মৃতি নিয়ে ফেরাই এখন মূল লক্ষ্য বাংলাদেশের। ফাহিমার কথায়, ‘যেহেতু এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আমরা চাই এখান থেকে ভালো স্মৃতি নিয়ে যাওয়ার। আমাদের ব্যক্তিগত ও দলীয় পরিকল্পনা এটাই। কারণ আমরা অনেক কষ্ট করেছি শেষ কয়েক মাস বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলতে। সেদিকেই আমরা হাঁটছি।’
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।
পাকিস্তান : ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।
ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : ফাহিমা খাতুন।