বাংলাদেশ অপরিবর্তিত, হ্যাটট্রিক করা এলিস নেই অস্ট্রেলিয়া দলে
টানা দুই ম্যাচে হারের পর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিচেল স্টার্কের বদলে নাথান এলিসকে একাদশে সুযোগ করে দেয় অস্ট্রেলিয়া। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছিলেন তিনি। অভিষেকে করেছেন হ্যাটট্রিক। তবুও চতুর্থ ম্যাচে সুযোগ হয়নি তাঁর। এলিসকে ছাড়াই আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছে সফরকারীরা।
এলিসের বদলে একাদশে ঢুকেছেন অ্যান্ড্রু টাই। এলিস ছাড়াও একাদশ থেকে ছিটকে গেছেন অ্যাডাম জাম্পা। এই লেগ স্পিনারের বদলে একাদশে সুযোগ পেলেন সোয়েপসন।
অন্যদিকে চতুর্থ ম্যাচেও একই একদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ধারাবাহিক ব্যর্থতার পরও সৌম্য সরকারের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এ ছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাচ্ছে র্যাবিটহোলস্পোর্টসে।
বাংলাদেশ সফরে দুঃস্বপ্নের সময় কাটছে অস্ট্রেলিয়ার। নিয়মিত তারকাদের ছাড়া বাংলাদেশের বোলিং সামলাতে ধুঁকছে সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে হারে অসিরা। এরপর গতকাল শুক্রবার জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। মুস্তাফিজ-শরিফুলদের দুর্দান্ত বোলিংয়ে ১০ রানে হারে তারা। ফলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয় বাংলাদেশের।
অস্ট্রেলিয়া একাদশ : বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, সোয়েপসন, অ্যাড্রু টাই ও জশ হেইজেলউড।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।