বাংলাদেশ গেমসে প্রথম স্বর্ণ নৌবাহিনীর ইমতিয়াজের
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। অবশ্য এর আগে কিছু খেলা শুরু হয়ে গেছে। দেশের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞে প্রথম স্বর্ণপদক জিতেছেন ফেন্সিংয়ের মো. ইমতিয়াজ।
আজ বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফেন্সিংয়ের ইপি ইভেন্টে স্বর্ণ জেতেন ইমতিয়াজ। তিনি হারান আনসারের সাগর খানকে।
অবশ্য গেমসে প্রথম দলীয় স্বর্ণ পদক জেতে নারী ক্রিকেটে বাংলাদেশ নীল দল।
আগামীকাল বৃহস্পতিবার গেমসটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। সাতটি জেলার ২৯টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণ পদক রয়েছে ৩৭৮টি।
গেমসটি গত বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সময় গেমস আয়োজন করা সম্ভব হয়নি।
কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গেমসের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বাংলাদেশের খেলাধুলা নিয়ে নানান দিক। তবে তার আগেই নারী ক্রিকেট দলের খেলা সিলেটে শেষ হয়েছে। পুরুষ ফুটবল দলের খেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। ক্রীড়াবিদদের শপথ পাঠ করবেন দেশসেরা আর্চার রোমান সানা।
গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। শেষ পর্যন্ত তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ।