বার্সেলোনার লক্ষ্য আগুয়েরো
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে দলভুক্ত করতে চায় বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির শেষ ছয় মাসে চলে আসায় আগুয়েরো এখন দলবদলে অংশ নিতে পারবেন।
ইনজুরিতে পড়া আগুয়েরো এই মৌসুমের শুরুতে মাত্র তিনটি ম্যাচে মূল একাদশে ছিলেন। তবে গোল করার ক্ষেত্রে এখনো সেরা ফর্মে আছেন তিনি।
গোল ডটকমের খবরে জানা গেছে, আগুয়েরো এখনো ম্যান সিটির কাছ থেকে নতুন প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছেন। কারণ নতুন চুক্তির জন্য এই ক্লাবটিই তাঁর কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে সেটি যদি না হয়, বার্সেলোনার দিকে ঝুঁকতে পারেন তিনি। মেসির ক্লাবটিও নাকি তাঁকে দলে নিতে চায়।
ম্যান সিটির সঙ্গে বর্তমান চুক্তি যে অবস্থায়, তাতে দলবদলের আলোচনার জন্য ছাড় পাবেন আগুয়েরো।
এদিকে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে যাওয়ায় আগুয়েরো এখন আইসোলেশনে। বার্মিংহাম সিটির বিপক্ষে গত রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগুয়েরোর খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত দলে ছিলেন না।
এবার মাত্র নয়টি ম্যাচ খেলেছেন আগুয়েরো। সম্প্রতি করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ছয়জন খেলোয়াড় কোভিড পজিটিভ হয়েছেন। এরই মধ্যে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সিটির ম্যাচটি নিরাপত্তার খাতিরে বাতিল করা হয়েছে।