বায়ার্নকে বিদায় করে সেমিতে ম্যান সিটি
বায়ার্ন মিউনিখের সামনে সুযোগ ছিল ঘরের মাঠে অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প লেখার। তবে সেই আশা পূরণ হয়নি। অ্যালিয়েঞ্জ এরেনায় জিততে না পারলেও প্রথম লেগে ৩-০ গোলে জেতায় দুই লিগ মিলিয়ে সহজেই সেমিফাইনাল নিশ্চিত করে ইংলিশ ক্লাব ম্যান সিটি। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি।
গতকাল বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেছে জার্মানরা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অ্যাগ্রিগেটে শেষ চারে সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। ম্যাচের ১৭তম মিনিটে দারুণ এক সুযোগও পেয়ে যান লিরয় সানে। তবে গোলরক্ষক এদেরসনকে একা পেয়েও কোনাকুনি শটে বল লক্ষ্যে রাখতে পারেননি। কিছুক্ষণ পরেই রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে দেখা যায় নাটকীয়তা। হলান্ডকে পেছন থেকে ফেলে দেন উপামেকানো। সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে।
এরপর ম্যাচের ৩৫তম মিনিটে আবারও উপামেকানোর কারণে চাপে পড়ে যায় বায়ার্ন। গুনদোগানের শট তাঁর হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন হলান্ড। পেনাল্টিতে বল মেরে দেন বারের ওপর দিয়ে।
প্রথমার্ধের বিরতির আগমুহূর্তে গোলের ভালো সুযোগ আসে স্বাগতিকদের সামনেও। জামাল মুসিয়ালা শট নেওয়ার মুহূর্তে পিছলে যান, এর পর জটলার ভেতরে ঠিকমতো শট নিতে পারেননি সানে।
বিরতির পর ৫৫তম মিনিটে বায়ার্ন গোলরক্ষক ইয়ান সমারকে একা পেয়ে যান হলান্ড। তবে সোজাসুজি দুর্বল শট নিয়ে এই সুযোগটিও নষ্ট করেন। এর কিছুক্ষণ পরই অবশ্য ভুল শুধরে ফেলেন তিনি। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে প্রথমে কেভিন ডি ব্রুইনকে বাড়িয়ে দেন হলান্ড। ফিরতি বল নিয়ে দ্রুত ছুটে গিয়ে সমারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান হলান্ড।
এবারের চ্যাম্পিয়নস লিগে এটি হলান্ডের ১২তম গোল, আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪৮তম। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়া বায়ার্ন সান্ত¦নার গোল পায় ম্যাচের ৮৩তম মিনিটে। মানুয়েল আকাঞ্জির হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন জশুয়া কিমিখ।
এর আগে বদলি নামা সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানের ক্রস বাইলাইনের কাছে মানুয়েল আকাঞ্জির হাতে লাগে। এতে স্পট-কিকের নির্দেশ করেন রেফারি। যোগ করা সময়ে মানের শট থাকেনি লক্ষ্যে।
এরপর শেষ বাঁশি বাজলে উল্লাসে মাতোয়ারা হয় ম্যান সিটি। সেমিতে ম্যান সিটির প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোয়ার্টারে দুই লেগ মিলিয়ে চেলসিকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। গত মৌসুমের শেষ চারেও মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি। রোমাঞ্চকর লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানের অ্যাগ্রিগেটে সিটিকে বিদায় করে ফাইনালে উঠেছিল রিয়াল।