চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে আমূল পরিবর্তন
আগামী মাসেই মাঠে গড়াচ্ছে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ। এবারের লিগকে ভিন্নমাত্রা দিতে বেশকিছু পরিবর্তন এনেছে উয়েফা। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) মোনাকোতে অনুষ্ঠিত হবে ড্র। এর আগে জানা গেছে নতুন ফরম্যাটে কি কি পরিবর্তন এনেছেন আয়োজকরা।
জানা গেছে, এবারের চ্যাম্পিয়নস লিগে বাড়ছে দল ও ম্যাচের সংখ্যা। আগে ৩২টি দলের অংশগ্রহনে হলেও নতুন ফরম্যাটে অংশ নেবে ৩৬টি দল। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়বে ম্যাচের সংখ্যা। আগের নিয়েমে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলত। তবে এবারের ফরম্যাটে থাকছে না কোন গ্রুপপর্ব।
সেই হিসেবে নতুন নিয়মে ৩৬টি দল একটি গ্রুপেই খেলবে। যার মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি যাবে শেষ ১৬-তে। নবম থেকে ২৪তম স্থানে যে দলগুলো থাকবে তারা প্লে-অফ ম্যাচ খেলে শেষ ষোলোতে জায়গা করে নেবে।
শুধু দল নয় বেড়েছে প্রাইজমানিও। এবারের চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ১৫ কোটি ইউরো প্রাইজমানি পেতে পারে। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দলই ১ কোটি ৮৬ লাখ ইউরো পাবেই। এছাড়া, প্রতিটি জয়ের জন্য ২১ লাখ ও প্রতিটি ড্রর জন্য ৭ লাখ ইউরো পাবে দলগুলো।
এবারের ড্রয়েও থাকছে চমক। ৩৬টি দলকে চারটি পটে ভাগ করা হবে। কম্পিউটারের মাধ্যমে এবারের ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি দল প্রতিটি পট থেকে দুইটি করে প্রতিপক্ষ পাবে। প্রতিটি ভাগ থেকে পাওয়া একটি প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে ও অন্য দলটির বিপক্ষে তাদের মাঠে খেলবে দলগুলো।