গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ শুরু ইউনাইটেড-বায়ার্নের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাতেই দেখা মিলেছে রোমাঞ্চকর সব লড়াইয়ের। তেমন কোনো অঘটন না ঘটলেও গোল উৎসবে মেতেছে বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্টরা। এছাড়াও প্রত্যাশিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের দিকেই সবার চোখ ছিল। যেখানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দল বার্নসলিকে ৭-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। আর ক্রোয়েশিয়ান ক্লাব দিনামো জাগরেবকে নিয়ে রীতিমত ছেলে খেলায়ই মেতেছিল বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে।
ইপিএলে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। অন্য গোলটি করেছেন অ্যান্থনি। গোলবন্যার আরেক ম্যাচে বায়ার্নের হয়ে একাই চার গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এদিন নিজের চার গোলের তিনটি গোলই পেনাল্টি থেকে করেছেন ইংলিশ অধিনায়ক। কেইন ছাড়া জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড মিচেল ওলিসে। একটি করে গোলের দেখা পেয়েছেন গেরেইরো, সানে ও গরেতজকা।
এদিকে, ১৮ মাস পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে মাঠে নেমেছিল ইংলিশ ক্লাব লিভারপুল। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ এসি মিলানের মাঠ থেকে তারা ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে। এছাড়াও অভিষেকেই বাজিমাত অ্যাস্টন ভিলার। ৪১ বছর পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফিরেছে ইংলিশ ক্লাবটি। সেই ফেরাটা দারুণভাবেই রাঙিয়েছে উনাই এমরির দল। সুইস ক্লাব ইয়ঙ বয়েজকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।