বিএসপিএর বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় সাকিব-জামাল
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা করে নিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, তারকা আরচার রোমান সানা এবং জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
এদিকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় এই তিনজন ছাড়াও রয়েছেন কারাতে তারকা মারজান আক্তার প্রিয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও ফেন্সিং খেলোয়াড় ফাতেমা মুজীব।
আগামী ২৪ জানুয়ারি শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কার বিতরণ করা হবে।
এ বছর ১৫টি বিভাগে মোট ১৬ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আগামী ১০ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিএসপিএর অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং করা যাবে।
এরই মধ্যে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএসপিএ।
পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা :
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৯ (মনোনীত) : সাকিব আল হাসান (ক্রিকেট), রোমান সানা (আরচারি), জামাল ভুঁইয়া (ফুটবল)।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৯ : সাকিব আল হাসান (ক্রিকেট), রোমান সানা (আরচারি), জামাল ভুঁইয়া (ফুটবল), মারজান আক্তার প্রিয়া (কারাতে), মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন), ফাতেমা মুজীব (ফেন্সিং)।
ক্রীড়াপ্রেমীদের পছন্দে ২০১৯ বর্ষসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার জামাল ভুঁইয়া, বর্ষসেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, বর্ষসেরা আরচার রোমান সানা, বর্ষসেরা কোচ মার্টিন ফ্রেডরিখ (কোচ, জাতীয় আরচারি দল), বর্ষসেরা কারাতে খেলোয়াড় হুমায়রা আক্তার অন্তরা, বর্ষসেরা তায়কোয়ান্দো খেলোয়াড় দীপু চাকমা, বর্ষসেরা ফেন্সিং খেলোয়াড় ফাতেমা মুজীব, উদীয়মান ক্রীড়াবিদ ইতি খাতুন (আরচার), তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব রফিকউল্ল্যাহ আখতার মিলন (অ্যাথলেটিক কোচ এবং সংগঠন, নোয়াখালী), তাজুল ইসলাম (ফুটবল কোচ, ঠাকুরগাঁও), বর্ষসেরা সংগঠক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল (সাধারণ সম্পাদক, বাংলাদেশ আরচারি ফেডারেশন), বর্ষসেরা পৃষ্ঠপোষক সিটি গ্রুপ এবং বিশেষ সম্মাননা আবদুল জলিল (সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ)।