বিকেলে ঢাকা-চট্টগ্রামের ফাইনালে ওঠার লড়াই
প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। আজ মঙ্গলবার নিশ্চিত হবে দ্বিতীয় প্রতিপক্ষ।
ফাইনালের টিকেট পেতে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
চলতি টুর্নামেন্টের শুরু থেকে সবচেয়ে সফল দল ছিল চট্টগ্রাম। টুর্নামেন্টের শুরু থেকে টানা জয়ের ছন্দে থাকা চট্টগ্রাম টেবিলের এক নম্বরে থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে এসেই হোঁচট খেল চট্টগ্রাম। জেমকন খুলনার কাছে হেরে গেল ৪৭ রানে।
তবে হারলেও আশা শেষ হয়ে যায়নি চট্টগ্রামের। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে মোহাম্মদ মিঠুনের দল।
এদিকে গতকাল সোমবার দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বেক্সিমকো ঢাকা। তাই আজ চট্টগ্রামের বিপক্ষে তাদেরও ফাইনালে যাওয়ার মিশন।
গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে গতকাল ঢাকার অধিনায়ক মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিক আছে। জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরো। সুতরাং আগামীকাল (আজ) আরেকটা ম্যাচ আছে, আশা করি জিতব, দেখা যাক, আশা করি, দল হিসেবে খেলতে পারব।’
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।