বিপিএলের জন্য নির্দিষ্ট সময় চান সাকিব
ঘরোয়া টুর্নামেন্টের দিক দিয়ে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অথচ সেই টুর্নামেন্টটির জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ নেই। কখনো জানুয়ারীতে হচ্ছে, কখনো হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। ব্যাপারটি নিয়ে এবার মুখ খুলেছেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টের জন্য নির্দিষ্ট করে একটা সময় চান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সাকিব। দেশসেরা ক্রিকেটারের মতে, নতুন নতুন ক্রিকেটার বের করে আনতে নির্দিষ্ট সময়ে বিপিএল আয়োজন করা প্রয়োজন।
এ ব্যাপারে সাকিব বলেন, ‘বিপিএল যদি সবসময় হয় এবং একটা নির্দিষ্ট সময় ধরে তাহলে তো খুব ভালো। তারপরেও আমার মনে হয় এই মৌসুমের আগের মৌসুম তো হলো। শেষ মৌসুমটা বোধ হয় ছোট করে করা হলো, যেহেতু আমাদের বিপিএলটা হয়নাই সেহেতু ছোট করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হলো। এবার ঢাকা প্রিমিয়ার লিগটাও আসলে টি-টোয়েন্টি ফরম্যাটে করা হলো। সেই অভাবটা পূরণ হয়ে গেছে আমার মনে হয়।’
এরপর সাকিব যোগ করেন, ‘তবুও বিপিএলের জন্য একটি নির্দিষ্ট সময় এবং টাইম-টেবিল থাকে তাহলে আমার মন হয় আরো সুন্দরভাবে আয়োজন করা সম্ভব। যেখান থেকে হয়ত আরো কিছু ক্রিকেটার বেরিয়ে আসবে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে যেহেতু অনেক বিদেশীরা খেলতে আসবে।’
আগামী জানুয়ারীতে পরের বিপিএল আয়োজন নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই কথা শোনালেন সাকিবও, ‘বিসিবিও খুবই আগ্রহী ভালোভাবে বিপিএল আয়োজন করার জন্য। আমি যতদূর জানি এবার একটা টাইম স্লটও আছে। যে সময়টার মধ্যে তাদের করার আছে। তো সেটা যদি হয় তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং ক্রিকেটাদের জন্য ভালো হবে।’