বিপিএল : ড্রাফটের আগে দল পেলেন যাঁরা
আসন্ন বছরের ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। মূল টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার চলছে প্লেয়ার্স ড্রাফট। তবে, এ ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন সাকিব-মুশফিকরা।
সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম ছাড়াও দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ এবং তাসকিন আহমেদরা।
আজ সকাল সোয়া ৮টায় আনুষ্ঠানিকভাবে ড্রাফটের আগে দল চূড়ান্ত ও ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে দেশীয়দের মধ্যে বড় নাম মাশরাফী বিন মোর্ত্তজা এবং তামিম ইকবাল সরাসরি দল পাননি। ড্রাফট থেকে ভাগ্য নির্ধারণ হবে ‘এ’ ক্যাটাগরিতে থাকা দুই তারকার।
ড্রাফটের আগে দল পেয়েছেন যাঁরা
খুলনা : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকসে।
বরিশাল : সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা।
চট্টগ্রাম : নাসুম আহমেদ, কেনার লুইস, বেনি হাওয়েল।
কুমিল্লা : মুস্তাফিজুর রহমান।
ঢাকা : মাহমুদউল্লাহ।
সিলেট : তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন আলেক্সজান্ডার