বিশ্বকাপে সেঞ্চুরি করা মাহমুদুল পেলেন ১০০ টাকা পুরস্কার!
অনেকদিন ধরেই কাজটা করছেন বিকেএসপির কোচ মন্টু দত্ত। তাঁর কোনো ছাত্র সেঞ্চুরি করলে বা পাঁচ উইকেট পেলেই নিজের সই করা ১০০ টাকা উপহার দেন। বিকেএসপির কোচের কাছ থেকে এবার উপহার পেলেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।
অবশ্য এর আগে সাকিব আল হাসান, সৌম্য সরকার ও লিটন দাসও এই পুরস্কার পেয়েছিলেন মন্টু দত্তের কাছ থেকে।
যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাহমুদুল হাসান অসাধারণ সেঞ্চুরি করেছিলেন। খেলেছিলেন ১০৬ বলে ১০০ রানের দারুণ ইনিংস। সে ম্যাচে বাংলাদেশ যুব দল ছয় উইকেটে জেতে। তাই বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল লাল-সবুজের দল। সে ধারাবাহিকতায় ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য হলো মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালে অবশ্য ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির শেষ চার যাওয়া ও এশিয়া কাপের ফাইনাল। এবার সবকিছুকে ছাড়িয়ে আকবর আলীদের হাত ধরে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।