বিশ্বকাপ তারকার হাত ধরে বসুন্ধরার প্রথম শিরোপা
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। আজ রোববার জমজমাট ফাইনালে ২-১ গোলে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়ে আসরে প্রথম শিরোপার উল্লাস করে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বসুন্ধরার জয়ের নায়ক রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেস। জোড়া গোল করে দলকে শিরোপার সাফল্য এনে দেন তিনি।
ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। বিশ্বনাথের বাড়ানো ক্রসে চমৎকার লক্ষ্যভেদ করেন কলিন্দ্রেস।
ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফিরে রহমতগঞ্জ। শাহেদুল আলমের কর্নারে গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহর হেডে বসুন্ধরা জালে বল জড়ায়।
ম্যাচের ৭৬ মিনিটে আবার এগিয়ে যায় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা। নিজেদের সীমনায় রহমতগঞ্জ ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পারায় সুযোগে বলটি নিয়ে বল রহমতগঞ্জ জালে পাঠান কলিন্দ্রেস।
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরার বিশ্বনাথ ঘোষ। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরার কলিন্দ্রেস। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পুলিশ এফসির সিডনি রিভেইরা।
ফেডারেশন কাপে এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া এক বা একাধিকবার এই আসরের শিরোপা জিতেছে। এবার নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা।